নিষিদ্ধ হওয়ায় টিকটকের ক্ষতি ৪৫ হাজার কোটি


ভারতে নিষিদ্ধ হওয়ার জেরে টিকটকের আর্থিক ক্ষতি হবে ৪৫ হাজার কোটি টাকার। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের অন্য অ্যাপগুলিতেও লোকসানের পরিমাণ হবে প্রচুর। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানাচ্ছে, টিকটক, হেলো ও অন্যান্য অ্যাপ নিরাপত্তার কারণে ভারত ব্যান করায় বাইটড্যান্সের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৬০ লাখ মার্কিন ডলার। উল্লেখ্য, ভারত থেকে প্রচুর অর্থ উপার্জন না করলেও এদেশে টিকটকের ডাউনলোড হয় প্রচুর। বাইটড্যান্স ভারতে ১০০ কোটি ডলার ভারতীয় বাজারে লগ্নি করেছে। বাকি নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মোট ক্ষতির থেকেও বাইটড্যান্সের লোকসানের বহর অনেক বেশি। মে মাসে যে ১১ কোটি ২০ লাখ লোক টিকটক ডাউনলোড করেছেন, তার কুড়ি ভাগেরও বেশি ভারতে। ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, এটা চিনের ওপর ভারতের ডিজিটাল স্ট্রাইক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم