বিএসএফ ও সিআরপিএফের ২ হাজার জনেরও বেশি জওয়ান-কর্মী করোনায় আক্রান্ত
হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ১,২১৯ জন
সিআরপিএফের জওয়ান ও বিএসএফের ১,০১৮ জন সংক্রমিত শনাক্ত হয়েছেন। এদিকে, গত
২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫০৭ জন। নতুন করে
সংক্রমিত ১৮,৬৫৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, দেশে মোট
সংক্রমিতের সংখ্যা এখন ৫,৮৫,৪৯৩ জন। মোট মৃত ১৭,৪০০ জন। সুস্থ হয়েছেন ৩,৪৭,
৯৭৯ জন। সুস্থতার হার এখন ৫৯.৪৩ শতাংশ।
মুম্বইয়ে নতুন করে সংক্রমিত ৯৩০ জন। মঙ্গলবার মারা গিয়েছেন ৩৬ জন। শহরে মোট
আক্রান্ত ৭৭,১৯৭ জন। মোট মৃত ৪,৫৫৪ জন। অন্যদিকে, মঙ্গলবার দিল্লি পুলিসের
এক ইন্সপেক্টর সঞ্জীবকুমার যাদব করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাঁকে
দুবার প্লাজমা থেরাপি করা হলেও বাঁচানো যায়নি। সঞ্জীব সাহসিকতার জন্য পুলিশ
পদক পেয়েছিলেন। বেঙ্গালুরুতে ৫ জুলাই থেকে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন
ঘোষণা করা হয়েছে। ২ আগস্ট পর্যন্ত চারটি রবিবার এই নিষেধ জারি থাকবে।
শুধুমাত্র যেসব বিয়ের অনুষ্ঠান আগেই ঠিক হয়ে গিয়েছে, কেবল সেগুলিই হবে।
إرسال تعليق
Thank You for your important feedback