করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়াল, সুস্থ রোগীর সংখ্যাও ছাড়াল ৫ লাখ


মাত্র ৪ দিনেই সাত লাখ থেকে আট লাখে পৌঁছে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ২০ হাজার ৯১৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। যা যথেষ্ঠই চিন্তার। তবুও আশার আলো দেখছেন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা। কারণ আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও। গত চারদিনে এক লাখ মানুষ করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৪৩৮ জন। সেইসঙ্গে সুস্থতার সংখ্যাও ছাড়িয়ে গেল পাঁচ লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে ৫ লাখ ১৫ হাজার ৩৮৫ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন। বলতে গেলে একই দিনে জোড়া মাইলফলক পার করল ভারত। একটি উদ্বেগের হলেও অন্যটি অবশ্যই স্বস্তির।







যদিও করোনা আক্রান্তের হারের নিরিখে রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। মৃত্যুর সংখ্যার নিরীখেও পরিসংখ্যান চিন্তার। গত ২৪ ঘণ্টায় দেশে ৫১৯ জনের প্রাণ কেড়েছে করোনা। সবমিলিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হল ২২ হাজার ১২৩ জনের। যারমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৯,৮৯৩ জনের। পরেই রয়েছে দিল্লি, সেখানে মৃত্যু হয়েছে ৩,৩০০ জনের। গুজরাতেও মোট ২,০২২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানেও মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। শনিবার সকাল পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে মৃত্যু হয়েছে ১,৮২৯ জনের। পরবর্তী স্থানে রয়েছে এই রাজ্যগুলি- উত্তরপ্রদেশ (৮৮৯), পশ্চিমবঙ্গ (৮৮০) ও মধ্যপ্রদেশে (৬৩৮), রাজস্থান (৪৯৭), কর্নাটক (৫৪৩), তেলঙ্গানা (৩৩৯), হরিয়ানা (২৯০), অন্ধ্রপ্রদেশ (২৯২), পঞ্জাব (১৮৭), জম্মু ও কাশ্মীর (১৫৯) ও বিহার (১১৯)। (তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী)

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم