বুধবার থেকে শুরু হল আনলক-২। আর এদিনই প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি বাজারে প্রবেশ করার পরই একদল দুষ্কৃতী তাঁর গাড়ির ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় তাঁর গাড়িটি। এরপরই শাসকদলের কর্মীদের ওপর নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রতিদিনের মতো এদিনও দলীয় কয়েকজন কর্মী-সমর্থকদের নিয়ে রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও ছিল তাঁর সঙ্গে। লেদার কমপ্লেক্স থানার কচপুকুর থানার এলাকার একটি দোকানে চা খেতে যাচ্ছিলেন তিনি। সেখানেই বিজেপির কর্মসূচি ‘চায়ে পে চর্চা’ হওয়ার কথা ছিল। অভিযোগ, ওই বাজারে ঢোকার মুখেই তাঁকে বাধা দেয় একদল যুবক।
অভিযোগ তাঁরা প্রত্যেকেই এলাকার সক্রিয় তৃণমূলকর্মী। সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা ঘটনার প্রতিবাদ করতেই শুরু হয় হাতাহাতি। এরমধ্যেই বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ভাঙচুর করে তৃণমূলকর্মীরা। পরে দিলীপ ঘোষের প্রশ্ন, বাজারে ঢুকতে দেবে না আমাকে। আমি চা খেতে আসতে পারব না? এরপরই তাঁর তোপ বিধাননগরের ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁরই ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা মহসিন গাজি এই হামলার পিছনে রয়েছেন বলেই দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনায় শাসকদলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতারা।
إرسال تعليق
Thank You for your important feedback