উত্তরপ্রদেশে এনকাউন্টারে হত ৮ পুলিশকর্মী


এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে এলোপাথাড়ি গুলির মধ্যে পড়ল পুলিশ। এতেই মৃত্যু হল এক ডিএসপি সহ ৮ পুলিশকর্মীর। পাশাপাশি পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩ দুষ্কৃতীরও। না এটা কাশ্মীরের কোনও ঘটনা নয়। এটা উত্তরপ্রদেশের কানপুরের কাছে বিকারু গ্রামে। যেটি লখনউ থেকে প্রায় ১৫০ কিমি দূরে। পুরো ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে পুলিশকর্মীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চৌবেপুর থানার বিকারু গ্রামে এক কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরতেই অভিযান চালাচ্ছিল পুলিশ। ওই গ্রামে ঢোকার মুখ একটি জেসিবি দিয়ে আটকানো ছিল। ফলে গাড়ি থেকে নেমে পুলিশকর্মীরা হেঁটেই গ্রামে ঢোকার চেষ্টা করে। এরমধ্যেই একটি দোতলা বাড়ির ছাদ থেকে ছুটে আসে এলোপাথাড়ি গুলি। তাতেই মৃত্যু হয়েছে ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র সহ তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবলের। উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি জানিয়েছেন, পুলিশ যে হানা দিতে চলেছে, অপরাধীরা সেটার আগাম খবর পেয়ে গিয়েছিল। তাতেই গুলি চালিয়ে দেয় অপরাধীরা। যদিও পুলিশের পাল্টা আক্রমণে তিন দুস্কৃতীরও মৃত্যু হয়েছে। তবে মূল অপরাধী বিকাশ দুবে পলাতক।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم