জনবিরল জায়গায় শুটিং হবে, তবে ইন্ডোরেই জোর মমতার


জনবিরল কোনও জায়গায় সিনেমার শুটিং করতে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে স্টুডিওর মধ্যেই শুটিং করায় জোর দিতে বলেছেন তিনি। নির্দেশমতো, এপর্যন্ত একসঙ্গে ৩৫ জন শুটিং সেটে থাকতে পারতেন। তা বাড়িয়ে ৪০ জন করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিল্পীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, স্কিল ডেভলপমেন্টের জন্য টেকনিশিয়ানদের ইনস্টিটিউট তৈরি হবে। তাঁর কথা, অন্য রাজ্য থেকে বাংলায় এসে শুটিং শুরু করার জন্য আহ্বান জানাতে হবে। এজন্য প্রোমোশনাল ভিডিও বা অন্য কোনও উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। মমতা জানান, আমফানে ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলিকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আর্থিকভাবে বিপর্যস্ত সিনেমা হলগুলির ইলেকট্রিক বিলে রাজ্যে যাতে ভর্তুকি দেয় সেই আবেদন জানানো হয় বৈঠকে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সায় না দিয়ে আমফানে ক্ষতিগ্রস্ত হলগুলোকে সারানোর বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব মাল্টিপ্লেক্সে বাংলা ছবি দেখানোর নিয়ে মমতা বলেন, রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم