
সোমবারও দফায় দফায় বৃষ্টি চলবে কলকাতা সহ কয়েকটি জেলায়। তবুও আর্দ্রতা বেশি থাকায় থাকবে অস্বস্তিকর গরম। ফলে কাজে বেরিয়ে কখনও বৃষ্টি ও কখনও ঘামে ভিজতে হবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে অনেকদিন ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গে বর্ষার চওড়া ব্যাটিং চললেও দক্ষিণে সেভাবে বৃষ্টি হচ্ছে না। উল্টে অস্বস্তিকর গরমে প্যাচপ্যাচে ঘামে ভিজতে হচ্ছে সাধারণ মানুষকে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে সোমবার কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনভর কয়েক দফায় বৃষ্টি হবে। আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম সহ মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। তবুও বাতাসে প্রচুর জলীয় বাস্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে দক্ষিণবঙ্গে। গরমে অস্বস্তিকর ঘাম থেকে বেহাই নেই রাজ্যবাসীর। রবিবার বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ছিল প্রায় ৯৭ শতাংশ। যদিও কলকাতায় গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩১.৮ মিলিমিটার। আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ রেখাটি ওডিশার দিকে সরে যাওয়ায় প্রচুর জলীয় বাস্প ঢুকছে বাংলায়। ফলে দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হলেও বাতাসে আদ্রতার পরিমান কমার কোনও লক্ষণ নেই।

إرسال تعليق
Thank You for your important feedback