সম্পূর্ণ পিছু হটতে রাজি চিন, পরিস্থিতির দিকে নজর রাখতে বৈঠক রাজনাথের


লাদাখে প্রকৃত নিয়ন্ত্রনরেখা (LAC) থেকে সেনা সরানোর কাজ আগেই শুরু করেছিল চিন। সেই মতে গালওয়ান থেকে চিনা বাহিনী অনেকটাই পিছু হঠে। সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী শিবিরগুলিও। তবে প্যাংগং লেক সহ বিভিন্ন ফিঙ্গার পয়েন্ট থেকে সেনা সেভাবে সরায়নি চিন। এই আবহেই শুক্রবার ফের দুদেশের শীর্ষ বৈঠক হল। সূত্রের খবর, Working Mechanism for Consultation & Coordination (WMCC)- বৈঠকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারে রাজি বলে জানিয়ে দিয়েছে চিন। পাশাপাশি ওই বৈঠকে দু’দেশের সম্পর্কের উন্নতিতেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, মিলিটারি কম্যান্ডাররা ডিসএনগেজমেন্টের যে প্রক্রিয়া রূপায়ণ করেছেন, সেটা মেনে চলা হচ্ছে কি না, তার পর্যালোচনা হয় এই বৈঠকে। তবে গালওয়ান নিয়ে চিনের দাবি যে ভারত মানবে না, তাও চিনের কাছে সাফ করে জানিয়ে দেওয়া হয়েছে। এই বৈঠকের পরেই চিনের রাষ্ট্রদূত একটি ভিডিও বার্তায় বলেন দুই পক্ষকেই শান্তি বাছতে হবে সংঘাতের জায়গায়। সীমান্তে শান্তি রাখতে হবে যতদিন না কোনও মোটামুটি সমাধানসূত্র বেরোচ্ছে। ভারতের তরফেও প্রায় একই কথা জানানো হয়েছে।
 

অপরদিকে শুক্রবার দুদেশের শীর্ষ বৈঠকের পরই তিন সেনা প্রধান ও সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, আগামীদিনে দু’দেশের কম্যান্ডার পর্যায়ের বৈঠকে কোন কোন বিষয়ে জোর দেওয়া হবে সেই নিয়েই আলোচনা করেন রাজনাথ সিং। সেনা সূত্রে জানা যাচ্ছে, প্যাংগং লেক, কয়েকটি ফিঙ্গার পয়েন্ট ও দেসসাং সেক্টরে চিনা সেনার গতিবিধির ওপর কড়া নজর রাখছে ভারতীয় বাহিনী। প্যাংগংয়ের ফিঙ্গার-৪ থেকে ফিঙ্গার-৮-এর মধ্যে প্রায় তিন হাজার চিনা সেনা মোতায়েন আছে বলে সূত্রের খবর। এবার দু’দেশের শীর্ষস্তরীয় বৈঠকে সমস্ত সেনা সরিয়ে নেওয়ার বিষয়ই চিন সম্মত হয়েছে বলে জানা যাচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم