ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, ভারতের পাল্টা আঘাতে হত ২ পাক সেনা

 
কাশ্মীরের পুঞ্চে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। ভারতীয় সেনা পাল্টা আঘাত করতেই দুই পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ পুঞ্চের কাসবা, কের্নি ও শাহপুর সেক্টরে ছোট অস্ত্র থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করেছিল পাকিস্তান। পরবর্তী সময়ে পাল্টা গুলি বর্ষণ শুরু করে ভারতীয় সেনাও। এই প্রত্যাঘাতেই পাকিস্তানের রাখচক্রি এলাকায় পাক সেনা ছাউনি লক্ষ্য করে আক্রমণ শানায় ভারতীয় সেনা। সেখানেই দুই পাক রেঞ্জার্স গুলিতে জখম হয়ে মারা গিয়েছে বলেই জানা গিয়েছে। নিহতরা পাক সেনার ১০ বালুচ বিভাগের জওয়ান ছিলেন। পাকিস্তান বিদেশমন্ত্রক দুই সেনা জওয়ানের মৃত্যুর খবর স্বীকার করেছে। এই প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে নালিশ ঠুকেছে বলেও সূত্রের খবর। সেনা সূত্রে জানা যাচ্ছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত সোম ২,০২৭ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। অপরদিকে বিশেষ অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৯৮ পাক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم