করোনায় রাশিয়াকে টপকে তিনে ভারত, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪,২৪৮!

 
করোনার থাবায় আক্রান্ত দেশগুলির তালিকায় ক্রমশ শীর্ষে উঠে আসছে ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪,২৪৮ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাত লাখ ছুঁইছুঁই। বিশ্বের করোনা সংক্রান্ত পরিসংখ্যান সংস্থা worldometers-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৯৭,৯৩৬। ফলে তথ্য অনুযায়ী ভারত করোনায় আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে তিনে উঠে এল। ভারতের আগে এখন শুধুমাত্র আমেরিকা ও ব্রাজিল। worldometers-এর তথ্য অনুযায়ী, সোমবার সকালে রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার। শীর্ষে আমেরিকা, সেখানে আক্রান্তের সংখ্যা ২৮ লাখেরও বেশি। দ্বিতীয় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখের বেশি। তৃতীয় ভারতে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাত লাখ ছুঁতে চলেছে।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা। ২০-২২ হাজারের গণ্ডি ছাড়িয়ে এখন রোজ ২৪-২৫ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪২৫ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮,৮২২ জন করোনা রোগীর। এরপরেই রয়েছে দিল্লি, সেখানে মারা গিয়েছেন ৩,০৬৭ জন। তৃতীয় স্থানে গুজরাত (১,৯৪৩)। এরপরে রয়েছে একে একে তামিলনাড়ু (১,৫১০), উত্তরপ্রদেশ (৭৮৫), পশ্চিমবঙ্গ (৭৫৭) ও মধ্যপ্রদেশ (৬০৮)। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সুস্থতার হারও সন্তোষজনক। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৫০ জন করোনা রোগী। ফলে রবিবার পর্যন্ত ভারতে সুস্থ হয়েছেন চার লাখ ২৪ হাজার ৪৪৩ জন করোনা রোগী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم