রবিবারই উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু উদ্বোধন করলেন দেশীয় মোবাইল অ্যাপ এলিমেন্টস-এর (Elyments Aap)। যা ফেসবুক-ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে কাজ করবে বলে দাবি নির্মানকারী সংস্থার। ধর্মীয় গুরু রবিশঙ্কররে সংস্থার প্রায় এক হাজার সফটওয়ার ইঞ্জিনিয়ার এই অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপকে রবিশঙ্কর ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশাল মিডিয়া সুপার অ্যাপ’ আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, গালওয়ানে চিনের আগ্রাসন ও সেনা সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের শহীদ হওয়ার ঘটনার পর ভারত সরকার ৫৯ চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে। এরপরই ভারতীয় অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে বলেই জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশীয় সংস্থাগুলিকে নতুন নতুন অ্যাপ বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। এই আবহেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন এই সোশাল মিডিয়া অ্যাপ ভালোই সাড়া ফেলবে বলে দাবি নির্মানকারীদের। অ্যাপটি উদ্বেধন করে উপ রাষ্ট্রপতিও প্রশংশায় ভরিয়ে দিয়েছেন দেশীয় মোবাইল অ্যাপ এলিমেন্টস-কে। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে মাথায় রেখে নতুন প্রযুক্তি ও পরিকাঠামোকে মজবুত করতে হবে’। তিনি আরও বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার যাঁরা কি না আবার শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভলেন্টিয়ারও, তাঁরাই খাঁটি দেশি অ্যাপটির জন্ম দিয়েছেন।
রবিবারই উপ রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু উদ্বোধন করলেন দেশীয় মোবাইল অ্যাপ এলিমেন্টস-এর (Elyments Aap)। যা ফেসবুক-ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে কাজ করবে বলে দাবি নির্মানকারী সংস্থার। ধর্মীয় গুরু রবিশঙ্কররে সংস্থার প্রায় এক হাজার সফটওয়ার ইঞ্জিনিয়ার এই অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপকে রবিশঙ্কর ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশাল মিডিয়া সুপার অ্যাপ’ আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, গালওয়ানে চিনের আগ্রাসন ও সেনা সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের শহীদ হওয়ার ঘটনার পর ভারত সরকার ৫৯ চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে। এরপরই ভারতীয় অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে বলেই জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশীয় সংস্থাগুলিকে নতুন নতুন অ্যাপ বানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। এই আবহেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন এই সোশাল মিডিয়া অ্যাপ ভালোই সাড়া ফেলবে বলে দাবি নির্মানকারীদের। অ্যাপটি উদ্বেধন করে উপ রাষ্ট্রপতিও প্রশংশায় ভরিয়ে দিয়েছেন দেশীয় মোবাইল অ্যাপ এলিমেন্টস-কে। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে মাথায় রেখে নতুন প্রযুক্তি ও পরিকাঠামোকে মজবুত করতে হবে’। তিনি আরও বলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার যাঁরা কি না আবার শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভলেন্টিয়ারও, তাঁরাই খাঁটি দেশি অ্যাপটির জন্ম দিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback