বড়মাপের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কেরলের বাম সরকার। কূটনৈতিক চ্যানেলে সোনা পাচার চক্র ধরা পড়ার পর সামনে আসছে একে একে রাঘব বোয়ালের না। এবার নাম জড়িয়ে গিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের এক কর্মীর। এরপরই মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের প্রিন্সিপাল সেক্রেটারি এম শিবশঙ্করকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তিনি ওই মহিলা কর্মীকে নিয়োগ করেছিলেন। ওই কর্মী স্বপ্না সুরেশ কেরল রাজ্য তথ্যপ্রযুক্তি পরিকাঠামো লিমিটেডের ম্যানেজার। অবসৃত শিবশঙ্কর ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব। তাঁর সঙ্গে সোনা পাচারের যোগ নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী দফতরের যোগ রয়েছে এর সঙ্গে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর অগোচরেই স্বপ্নাকে নিয়োগ করা হয়েছে। কীভাবে সে নিযুক্ত হল তা তাঁর জানা নেই। স্বপ্নাকে বরখাস্ত করা হয়েছে। গত রবিবার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে কাস্টমস ৩০ কিলো সোনা আটক করে, যার দাম ১৫ কোটি টাকা। সংযুক্ত আরব আমিরশাহির এক কূটনীতিকের কাছ থেকে পাওয়া গিয়েছে এই বিপুল পরিমাণ সোনা। এরপরই ওই মাল নিতে বিমানবন্দরে আসা সরিথ কুমার নামে আমিরশাহির দূতাবাসের এক কর্মীকেগ্রেফতার করা হয়। সরিথই স্বপ্নার নাম বলে দেয়। সে দূতাবাসে আগে কাজ করত। স্বপ্না এখন পলাতক। আমিরশাহি ওই সোনার সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে জানিয়েছে।
বড়মাপের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কেরলের বাম সরকার। কূটনৈতিক চ্যানেলে সোনা পাচার চক্র ধরা পড়ার পর সামনে আসছে একে একে রাঘব বোয়ালের না। এবার নাম জড়িয়ে গিয়েছে রাজ্য তথ্যপ্রযুক্তি দফতরের এক কর্মীর। এরপরই মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের প্রিন্সিপাল সেক্রেটারি এম শিবশঙ্করকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তিনি ওই মহিলা কর্মীকে নিয়োগ করেছিলেন। ওই কর্মী স্বপ্না সুরেশ কেরল রাজ্য তথ্যপ্রযুক্তি পরিকাঠামো লিমিটেডের ম্যানেজার। অবসৃত শিবশঙ্কর ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তথা রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব। তাঁর সঙ্গে সোনা পাচারের যোগ নিয়ে সরব বিরোধীরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী দফতরের যোগ রয়েছে এর সঙ্গে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর অগোচরেই স্বপ্নাকে নিয়োগ করা হয়েছে। কীভাবে সে নিযুক্ত হল তা তাঁর জানা নেই। স্বপ্নাকে বরখাস্ত করা হয়েছে। গত রবিবার তিরুঅনন্তপুরম বিমানবন্দরে কাস্টমস ৩০ কিলো সোনা আটক করে, যার দাম ১৫ কোটি টাকা। সংযুক্ত আরব আমিরশাহির এক কূটনীতিকের কাছ থেকে পাওয়া গিয়েছে এই বিপুল পরিমাণ সোনা। এরপরই ওই মাল নিতে বিমানবন্দরে আসা সরিথ কুমার নামে আমিরশাহির দূতাবাসের এক কর্মীকেগ্রেফতার করা হয়। সরিথই স্বপ্নার নাম বলে দেয়। সে দূতাবাসে আগে কাজ করত। স্বপ্না এখন পলাতক। আমিরশাহি ওই সোনার সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে জানিয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback