স্পানিশ লা-লিগায় পরপর দুই ম্যাচে ড্র করে লিগ হাতছাড়া হতে চলেছে বার্সেলোনার। তবে এরমধ্যেই এক অনন্য নজির গড়ে ফেললেন বার্সেলোনার অধিনায়ক। দেশ ও ক্লাবের জার্সিতে সম্মিলিতভাবে ৭০০ গোল করে ফেললেন আর্জেন্তাইন তারকা। যদিও এই মাইল ফলক তৈরির দিন ক্লাবের কপালে জুটল শুধুই নিরাশা। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার ম্যাচ ড্র করায় কার্যত শেষ হয়ে গেল লা-লিগা জয়ের আশা। এদিনের ম্যাচের ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমএল-১০। সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে বার্সেলোনার হয়ে এটা ছিল মেসির ৬৩০ তম গোল। পাশাপাশি দেশের হয়েও ৭০টি গোল করেছেন আর্জেন্তাইন তারকা। ফলে ৭০০ গোলের অনন্য নজির গড়ে ফেললেন ফুটবলের রাজপুত্র। বিশ্বের সপ্তম ফুটবলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন মেসি।
17.5K
2K people are Tweeting about this
জোসেফ বিকান, পেলে, গার্ড মুলার, রোমারিও, পুসকাস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তিদের সঙ্গে ৭০০ গোলের ক্লাবে যোগ দিলেন লিও মেসি। এরমধ্যে একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই মেসির সমসাময়িক। যদিও পর্তুগিজ তারকার থেকে ১১১ ম্যাচ কম খেলেই এই মাইলফলক ছুঁয়ে ফেললেন লিও মেসি। ক্লাব আর দেশ মিলিয়ে রোনাল্ডো ৭০০ গোল করেছিলেন ৯৭৩ ম্যাচে। সেখানে মেসি ৭০০ গোল করলেন ৮৬২ ম্যাচে। অপরদিকে, অধিনায়কের মাইলফলক ছোঁওয়ার দিন একেবারেই ভালো হল না বার্সা সমর্থকদের কাছে। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ২-২ ড্র করল বার্সেলোনা। বার্সার হয়ে মেসি ও দিয়াগো কোস্তা আত্মঘাতী গোল করেন। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুটি গোল করলেন সউল নিগুয়েজ। ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট দাঁড়াল ৭০। অপরদিকে একম্যাচ কম খেলে রিয়েল মাদ্রিদের পয়েন্ট ৭১। ফলে পরবর্তী ৫ ম্যাচে রিয়েল পয়েন্ট নষ্ট না করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লা-লিগা।
إرسال تعليق
Thank You for your important feedback