ইউটিউবে ট্রেলার মুক্তির মাত্র ৮ ঘন্টার মধ্যেই নজিরবিহীন রেকর্ড গড়ল সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’। ইউটিউবের ইতিহাসে সর্বাধিক ভিউ এবং লাইক পাওয়া ছবির ট্রেলার হিসাবে পয়লা নম্বরে উঠে এল এই ছবি। এর আগে এই রেকর্ড ছিল হলিউডের সাড়া জাগানো ছবি অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (Avengers: Infinity War) সিনেমার দখলে। তাঁকে হেলায় হারিয়ে দিল আত্মঘাতী অভিনেতার শেষ ছবি। যা মুক্তি পাওয়ার আগেই সুপার ডুপার হিট হওয়ার সম্ভবনা তৈরি করল। ট্রেলারেই বাজিমাৎ করে অন্যান্য রথী-মহারথীদের বেচারা বানিয়ে দিল ‘দিল বেচারা’। ২০১৭ সালের নভেম্বরে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স: ইনফিটিনি ওয়ারের ট্রেলারের লাইক সংখ্যাকে পার করতে মাত্র ৮ ঘন্টা লাগল সুশান্তের শেষ ছবির। এর আগে হলিউডের ওই সিনেমার সর্বাধিক ভিউ ও লাইক ছিল ৩.৬ মিলিয়ন অর্থাৎ ৩৬ লাখ। দিল বেচারা মাত্র ৮ ঘন্টায় এই সংখ্যা পেরিয়ে গেল। ট্রেলার মুক্তি পাওয়ার পর পরবর্তী ১৭ ঘন্টায় দিল বেচারা লাইক পেয়েছে ৪.৬ মিলিয়ন অর্থাৎ ৪৬ লাখ। যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলস্টোন। ইউটিউবে লাইকে সংখ্যার বিচারের ভারতীয় ছবিদের মধ্যে এতদিন সবচেয়ে আগে ছিল দক্ষিণী তারকা বিজয়ের বিগিল (Bigil) ছবিটি। যার লাইক সংখ্যা রয়েছে ২.৩ মিলিয়ন। অন্যদিকে বলিউডে এই রেকর্ড ছিল শাহরুখ খানের জিরোর দখলে (২.০০ মিলিয়ন)। সুশান্তের দিল বেচারা ২৪ ঘন্টায় সর্বাধিক ভিউ হওয়া কোনও সিনেমার ট্রেলার হিসেবেও রেকর্ড গড়েছে। তবে সর্বাধিক ভিউ হয়েছে বলিউডের কিং খান শাহরুখের সিনেমা জিরো-র। এখনও পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষ এই সিনেমার ট্রেলার দেখেছেন। সুশান্তের দিল বেচারা যে অচিরেই এই রেকর্ড ভেঙে দেবে সেটা বলাই বাহুল্য।
দেখুন ভিডিও…
إرسال تعليق
Thank You for your important feedback