এবছর করোনা আবহে ২১শে জুলাইয়ের সভা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। এই পরিস্থিতিতে কী করণীয় সেটা নিয়ে আলোচনা করতে শুক্রবার ভিডিও বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের সমস্ত বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের এই বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর। জানা গিয়েছে, চলতি বছর ২১-শে জুলাই কলকাতায় জনসভা হবে না। করোনার জেরে এখনও রাজনৈতিক জমায়েত ও বড় মাপের কর্মসূচিতে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ধর্মতলায় ২১-শে জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশ করা সম্ভব নয়। কিন্তু ওই দিনটি কীভাবে পালণ করা যায় সেটা নিয়েই আলোচনা করতে এদিনের ভিডিও বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বৈঠকের শেষে নির্দিষ্ট কর্মসূচির রূপরেখাওও ঘোষণা করতে পারেন তিনি।
করোনা পরিস্থিতির জন্য বদল আসছে রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ড। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বিজেপি ইতিমধ্যেই বেশ কয়েকটি ভার্চুয়াল জনসভা করেছে। রাজ্যের শাসকদল করোনা সংক্রমণের শুরু থেকেই কোনও বড় কর্মসূচি নেয়নি এখনও পর্যন্ত। কিন্তু ধীরে ধীরে লকডাউন শিথিল হয়েছে অনেকটাই। এবার রাজনৈতিক কর্মসূচির রূপরেখা কী হবে সেটা নিয়ে ভাবতে হবে। তৃণমূল সূত্রের খবর, ২১-শে জুলাই ছাড়াও আগামী দিনে কীভাবে দলের অন্যান্য কর্মসূচিগুলি পালণ করা হবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হবে এদিনের বৈঠকে। আলোচনায় উঠে আসতে পারে ভার্চুয়াল জনসভার বিকল্প কোনও ভাবনা। পাশাপাশি আমফানের ত্রাণ নিয়ে জেলায় জেলায় তৈরি হয়েছে ক্ষোভ। এই বিষয়েও তৃণমূল নেত্রী কোনও বার্তা দিতে পারেন দলীয় বিধায়ক ও সাংসদদের। সবমিলিয়ে এদিনের ভিডিও বৈঠক শাসকদলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব।
إرسال تعليق
Thank You for your important feedback