ক্যানিং স্ট্রিটের বহুতলে আগুন


রবিবার সকালে ক্যানিং স্ট্রিটের একটি বহুতলের আগুনে আতঙ্ক ছড়ায়। চারতলার একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই বহুতলের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। সকাল পৌনে দশটা নাগাদ ক্যানিং স্ট্রিটের মোড়ের কাছে ১০৯, ক্যানিং স্ট্রিটের ওই বাড়িতে আগুন লাগে। তারই চারতলায় প্লাস্টিকের গুদাম। সেখানেই সাতসকালে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ওই বহুতলে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় প্রায় সঙ্গে সঙ্গেই গোটা বহুতলেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ও দমকল সূত্রে খবর, কীভাবে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকলের অনুমান, একতলা থেকে আগুন ছড়িয়েছে। বড়বাজারে এর আগে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০০৮ সালে নন্দরাম মার্কেটে, ২০১৮ সালে বাগরি মার্কেটে আগুন লেগেছিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم