একই রইল লোগো, জার্সি, নাম হল এটিকে মোহনবাগান


আগামী মরসুমে মোহনবাগান খেলবে ‘এটিকে মোহনবাগান’ হিসেবে। লোগোতেও লেখা থাকবে এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। শুক্রবার এটিকে ও মোহনবাগান কর্তাদের আলোচনার পর প্রকাশ্যে এসেছে এই তথ্য। লোগোয় থকাচে পালতোলা নৌকোই। জার্সির রংও সবুজ-মেরুন রাখা হচ্ছে। এটিকে মোহনবাগান ডিরেক্টর সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত জানান, ক্লাবের ১৩১ বছরের ইতিহাস এবং সমর্থকদের আবেগকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত। শুক্রবারের বৈঠকে ছিলেন এটিকের তরফে সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এটিকে-মোহনবাগান ব্র্যান্ড নামটা একত্রিতভাবে নতুন ইতিহাস গড়বে। এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, এই দলকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলাই তাঁর স্বপ্ন। এদিন জানানো হয়েছে, এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড বাংলায় বিশ্বমানের ফুটবল আকাদেমি গড়ে তুলবে। রাজ্যের সুপ্ত প্রতিভা যেখানে ফুটে উঠতে পারবে। দেশ খুঁজে পাবে আগামীর উজ্জ্বল তারকাদের।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم