ঘরের ভিতরই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। বেহালা পর্ণশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সাড়ে বারোটা নাগাদ ওই দোতলা বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। নীচের তলার বাসিন্দারা বেরিয়ে এলেও উপরে আটকা পড়ে যায় ৬৮ বছরের সোমা মিত্র এবং তাঁর মেয়ে কাকলি মিত্র (৪৪)। খবর যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরপরই দোতলার ঘর থেকে অগ্নিদগ্ধ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, ওই ঘর থেকে বিস্ফেরণের শব্দ শোনা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল বলে জানিয়েছে দমকল আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ ও দমকল বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে মোট পাঁচজন থাকতেন। একতলায় তিনজন ও দোতলায় দুজন। আগুন মূলত দোতলায় লেগেছিল। সেই আগুনেই নীচে নামতে পারেননি বৃদ্ধা মা ও মেয়ে। ফলে জীবন্ত দগ্ধ হয়েই মর্মান্তিক মৃত্যু হল দুজনের।
ঘরের ভিতরই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। বেহালা পর্ণশ্রী থানা এলাকার দ্বিজেন মুখোপাধ্যায় রোডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সাড়ে বারোটা নাগাদ ওই দোতলা বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। নীচের তলার বাসিন্দারা বেরিয়ে এলেও উপরে আটকা পড়ে যায় ৬৮ বছরের সোমা মিত্র এবং তাঁর মেয়ে কাকলি মিত্র (৪৪)। খবর যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরপরই দোতলার ঘর থেকে অগ্নিদগ্ধ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। এলাকাবাসীর দাবি, ওই ঘর থেকে বিস্ফেরণের শব্দ শোনা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল বলে জানিয়েছে দমকল আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ ও দমকল বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে মোট পাঁচজন থাকতেন। একতলায় তিনজন ও দোতলায় দুজন। আগুন মূলত দোতলায় লেগেছিল। সেই আগুনেই নীচে নামতে পারেননি বৃদ্ধা মা ও মেয়ে। ফলে জীবন্ত দগ্ধ হয়েই মর্মান্তিক মৃত্যু হল দুজনের।
إرسال تعليق
Thank You for your important feedback