যাত্রী সুবিধায় শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর বদল হল


পূর্বরেলের  গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদা। কিন্তু এই স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্মের নম্বর নিয়ে সমস্যায় পড়তেন নিত্যযাত্রীরা। বিশেষ করে ৪, ৯ ও ১০ নম্বর প্ল্যাটফর্ম নিয়েই চরম সমস্যায় পড়তেন যাত্রীরা। লকডাউনে দীর্ঘদিন ধরেই বন্ধ লোকাল ও যাত্রীবাহী ট্রেন পরিষেবা। চলছে গুটিকয়েক বিশেষ ট্রেন। এই সুযোগে শিয়ালদা স্টেশনের নম্বরগুলি পাল্টে ফেলল পূর্বরেল। সেই অনুযায়ী স্টেশনের লাগানো ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডগুলিও নতুন নম্বরগুলি বসিয়ে দেওয়া হয়েছে। ফলে রেল পরিষেবা স্বাভাবিক হলেই নতুন প্ল্যাটফর্মে নম্বর চালু হয়ে যাবে। শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম ২১টি। কিন্তু শিয়ালদা উত্তর শাখায় ১এ, ৪এ ও ৯এ, বি ও সি প্ল্যাটফর্ম নিয়ে সমস্যা ছিল। অপরদিকে দক্ষিণ শাখায় ১০এ এবং ১৪এ প্ল্যাটফর্ম নিয়ে সমস্যা ছিল। এবার নতুন নম্বর হবে অনেকটাই সোজা।
নতুন নম্বর হবে এই রকম-
১ নম্বর হল ১ ও ১এ (দুদিকেই প্ল্যাটফর্ম)
২ নম্বর হল ২
৩ নম্বর হল ৩
৪ নম্বর হল ৪ ও ৪এ
৪এ নম্বর হল ৫ ও ৫এ
৫ নম্বর হল ৬
৬ নম্বর হল ৭
৭ নম্বর হল ৮
৮ নম্বর হল ৯
৯ নম্বর হল ১০
৯সি নম্বর হল ১১
৯বি নম্বর হল ১২
৯এ নম্বর হল ১৩
৯ডি নম্বর হল ১৪ (এটি নতুন প্ল্যাটফর্ম)
একই ভাবে শিয়ালদা দক্ষিণ শাখার নতুন প্ল্যাটফর্মের নম্বর ১৫ থেকে ২১ পর্যন্ত হবে। পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, ‘অফিস ফেরত নিত্যযাত্রীদের বিশেষ করে অসুবিধা হয়ে যেত। তাড়াহুড়োর সময়। এবার সেই সমস্যা আর রইল না। ক্রমিক নম্বর থাকায় সহজেই বুঝে যেতে পারবেন প্ল্যাটফর্ম সংখ্যা ও অবস্থান। রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা মেন শাখার জন্য থাকছে ৯টি প্ল্যাটফর্ম, উত্তর শাখার জন্য ৫টি ও দক্ষিণ শাখার জন্য ৭টি প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই প্ল্যাটফর্মে নতুন নম্বর বসে গেছে। ডিসপ্লে বোর্ডেও বসে গেছে। এখন পাবলিক অ্যাড্রেস সিস্টেমে নতুন ডেটা বসানোর কাজ চলছে। ফলে লকডাউন উঠে যাওয়ার পর ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ার পর নিত্যযাত্রীরা ভালো করে প্ল্যাটফর্ম নম্বর বুঝে ট্রেনে উঠতে পারবেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم