যোগগুরু রামদেবের করোনানাশক আয়ুর্বেদিক ওষুধ করোনিলকে গত সপ্তাহে নিষিদ্ধ করার পর বুধবার তাকে বাজারে ছাড়ার ছাড়পত্র দিল কেন্দ্রীয় আয়ুষমন্ত্রক। এর আগে রামদেবের পতঞ্জলি দাবি করেছিল, তাদের ওষুধে করোনা সেরে যায় এক সপ্তাহেই। এখন তাদের দাবি, ওষুধটি করোনাকে ‘নিয়ন্ত্রণ’ করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রক বলেছিল ওষুধ পরীক্ষার আগে তা বিক্রি করা চলবে না। পতঞ্জলি জানিয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রের কোনও মতভেদ নেই। হরিদ্বারে সাংবাদিক বৈঠকে রামদেব বলেছেন, কিছু লোক ভারতীয় সংস্কৃতির উত্থানে কষ্ট পাচ্ছে। তাদের ওষুধ করোনিল ও অন্য দুটি প্রোডাক্ট বাজারে কোনও বাধা ছাড়াই সারা দেশে বিক্রি হবে। তাঁর দাবি, আয়ুষমন্ত্রক জানিয়েছে পতঞ্জলি করোনা প্রতিরোধে ভালো কাজ করেছে। আয়ুষমন্ত্রক জানিয়েছে, তারা ইমিউনিটি বাড়ানোর ওষুধ হিসেবে করোনিলকে ছাড়পত্র দিয়েছে, করোনা সারার ওষুধ হিসেবে নয়।
যোগগুরু রামদেবের করোনানাশক আয়ুর্বেদিক ওষুধ করোনিলকে গত সপ্তাহে নিষিদ্ধ করার পর বুধবার তাকে বাজারে ছাড়ার ছাড়পত্র দিল কেন্দ্রীয় আয়ুষমন্ত্রক। এর আগে রামদেবের পতঞ্জলি দাবি করেছিল, তাদের ওষুধে করোনা সেরে যায় এক সপ্তাহেই। এখন তাদের দাবি, ওষুধটি করোনাকে ‘নিয়ন্ত্রণ’ করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রক বলেছিল ওষুধ পরীক্ষার আগে তা বিক্রি করা চলবে না। পতঞ্জলি জানিয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রের কোনও মতভেদ নেই। হরিদ্বারে সাংবাদিক বৈঠকে রামদেব বলেছেন, কিছু লোক ভারতীয় সংস্কৃতির উত্থানে কষ্ট পাচ্ছে। তাদের ওষুধ করোনিল ও অন্য দুটি প্রোডাক্ট বাজারে কোনও বাধা ছাড়াই সারা দেশে বিক্রি হবে। তাঁর দাবি, আয়ুষমন্ত্রক জানিয়েছে পতঞ্জলি করোনা প্রতিরোধে ভালো কাজ করেছে। আয়ুষমন্ত্রক জানিয়েছে, তারা ইমিউনিটি বাড়ানোর ওষুধ হিসেবে করোনিলকে ছাড়পত্র দিয়েছে, করোনা সারার ওষুধ হিসেবে নয়।
إرسال تعليق
Thank You for your important feedback