নেপথ্য নায়ক ডোভাল, চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সেনা সরাল চিন


ফের একবার প্রধানমন্ত্রীর আস্থায় ভরসা জোগালেন তিনি। চিনের সঙ্গে সীমান্ত সংকট মেটাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের উপরেই আস্থা রেখেছিলেন নরেন্দ্র মোদি। এরপরই তিনি চিনা বিদেশমন্ত্রী তথা চিনা স্টেট কাউন্সিলর ওয়াং ই-র (Wang Yi) সঙ্গে ফোনে কথা বলেন। রবিবার তাঁর ভিডিও কথোপকথনের পরই লাদাখ সীমান্তে প্রকৃত সীমান্তরেখার কাছে গালওয়ান উপত্যাকা থেকে সেনা সরিয়েছে চিন। সোমবার সরকারি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। দুই দেশের শীর্ষ ব্যক্তির আলোচনায় গুরুত্ব পেয়েছে পারস্পরিক শান্তিপ্রতিষ্ঠা ও স্থায়ী সমাধান। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর দিতে রাজি হয়েছে দুপক্ষই। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনা হয়েছে খোলামেলা ও বিস্তারিত। তাঁরা একমত হয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার করা হবে। এবং তা করা হবে দ্রুত। এই ভিডিও বৈঠকের পর চিনের তরফে গালওয়ান থেকে এক-দু কিলোমিটার দূরে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যাতে কোনও মতভেদ বিবাদে পরিণত না হয় তা দেখা হবে। দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলবে। কেউই একতরফা কোনও সিদ্ধান্ত নেবে না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم