কোয়ারেন্টাইন সেন্টারে অশ্লীল আচরণ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার


গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। গোপন ভিডিও ফাঁস হতেই এলাকায় ধরপাকড় শুরু হয় স্থানীয়দের মধ্যে। শুক্রবার সকাল থেকেই গ্রামবাসীরা ঘেরাও করে বিক্ষোভ দেখান হোম কোয়ারেন্টাইন সেন্টারের সামনে। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা পাথরপ্রতিমা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার জাহির আব্বাস। বাড়ি দিগম্বরপুর গ্রামে। তিনি বিধায়ক সমীর জানার অনুগামী বলে পরিচিত। এলাকার মানুষদের দাবি, বিধায়কের প্রশ্রয়ে নানা অসামাজিক কাজ করে বেড়াচ্ছিলেন এই জাহির। ওই অভিযোগ অবশ্য অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। কোভিদ নাইনের কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সরকারি ঘরে গত চারদিন আগে দিল্লি থেকে আসা এক গৃহবধূকে এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। দুদিন ধরে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার। তাকে হাতেনাতে ধরার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। ভিডিও-র ছবি প্রকাশ হতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। চলে আসে পুলিশ। ছত্রভঙ্গ করতে সার্চ করে সাধারণ মানুষের উপর ঢোলাহাট থানার পুলিশ। এ ঘটনায় আহত হন ৫ থেকে ৬ জন এলাকাবাসী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم