শুক্রবারের এনকাউন্টারের একদিন আগে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দায়ের করা একটি আবেদনে বলা হয়েছিল বিকাশ দুবেকে ভুয়ো এনকাউন্টারে মারা হতে পারে। মুম্বইয়ের আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় তাঁর আবেদনে বলেছিলেন, উত্তরপ্রদেশে পুলিশ বিকাশকে মেরে ফেলবে তার সব সম্ভাবনা রয়েছে। বিকাশের চার সহযোগীকে মারার ক্ষেত্রেও পুলিশ একই গল্প সাজিয়েছিল। এদিকে, বিকাশ দুবের ‘এনকাউন্টারে’ মৃত্যু নিয়ে সরগরম রাজনীতি। বিরোধী দলগুলির মতে, এই এনকাউন্টারের কাহিনী পুরোটাই বানানো। নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য পুলিশই তাকে মেরে ফেলেছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, গাড়ি উল্টায়নি, রহস্য ফাঁস হয়ে সরকার উল্টোনো থেকে বাঁচাতে এই কাণ্ড। পি চিদম্বরমের কথায়, এটা হওয়ারই ছিল। উত্তরপ্রদেশ পুলিশই দেশের সবথেকে বড় হত্যাকারী। এখন সবই মিটে গিয়েছে। সব অপ্রিয় সত্য চাপা পড়ে গেল। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, যা ভাবা গিয়েছিল, তাই হয়েছে। বিকাশ দুবের সঙ্গে কোন কোন নেতা, পুলিশ অফিসারের যোগ ছিল তা আর জানা যাবে না। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি। ওমর আবদুল্লার কথায়, মৃতেরা কথা বলে না।
শুক্রবারের এনকাউন্টারের একদিন আগে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দায়ের করা একটি আবেদনে বলা হয়েছিল বিকাশ দুবেকে ভুয়ো এনকাউন্টারে মারা হতে পারে। মুম্বইয়ের আইনজীবী ঘনশ্যাম উপাধ্যায় তাঁর আবেদনে বলেছিলেন, উত্তরপ্রদেশে পুলিশ বিকাশকে মেরে ফেলবে তার সব সম্ভাবনা রয়েছে। বিকাশের চার সহযোগীকে মারার ক্ষেত্রেও পুলিশ একই গল্প সাজিয়েছিল। এদিকে, বিকাশ দুবের ‘এনকাউন্টারে’ মৃত্যু নিয়ে সরগরম রাজনীতি। বিরোধী দলগুলির মতে, এই এনকাউন্টারের কাহিনী পুরোটাই বানানো। নিজেদের অপরাধ ঢাকা দেওয়ার জন্য পুলিশই তাকে মেরে ফেলেছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, গাড়ি উল্টায়নি, রহস্য ফাঁস হয়ে সরকার উল্টোনো থেকে বাঁচাতে এই কাণ্ড। পি চিদম্বরমের কথায়, এটা হওয়ারই ছিল। উত্তরপ্রদেশ পুলিশই দেশের সবথেকে বড় হত্যাকারী। এখন সবই মিটে গিয়েছে। সব অপ্রিয় সত্য চাপা পড়ে গেল। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, যা ভাবা গিয়েছিল, তাই হয়েছে। বিকাশ দুবের সঙ্গে কোন কোন নেতা, পুলিশ অফিসারের যোগ ছিল তা আর জানা যাবে না। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, না রহেগা বাঁশ, না বাজেগি বাঁশুরি। ওমর আবদুল্লার কথায়, মৃতেরা কথা বলে না।
إرسال تعليق
Thank You for your important feedback