অ্যামাজনের সঙ্গে ২ বছরের জন্য বহু লক্ষ ডলারের চুক্তিতে সই করলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই চুক্তি ফার্স্ট লুক টেলিভিশনের জন্য। অ্যামাজন স্টুডিওস প্রধান জেনিফার সালকে জানিয়েছেন, আকর্ষক কনটেন্টের জন্য প্রিয়াঙ্কা রাজি হয়েছেন। তিনি শক্তিশালী প্রযোজক। প্রিয়াঙ্কা জানান, তিনি মহিলাদের ভূমিকা, তাদের গল্প বলতে পারবেন। সারা দুনিয়ার স্রষ্টাদের সঙ্গে তিনি কাজ করবেন। এই চুক্তি যেহেতু বিশ্বের, তাই ইংরেজি ছাড়াও হিন্দিতেও কাজ করতে অসুবিধা হবে না। তিনি ইনস্টাগ্রামেও এই কথা জানিয়েছেন। বলেছেন, অভিনেত্রী ও প্রযোজক হিসেবে তিনি চেয়েছিলেন সব ভাষা ও দেশ নির্বিশেষে একটা খোলা ক্যানভাস। তাঁর প্রযোজনা সংস্থা পার্পল পেবলস পিকচার্স এই কাজে সহযোগী। গত ২০ বছরে ৬০টি ফিল্মের পর তিনি এই জায়গায় পৌঁছেছেন। এই টেলিভিশন চুক্তি ছাড়াও আরও তিনটি কাজ প্রিয়াঙ্কা করছেন অ্যামাজনের সঙ্গে। সঙ্গীত নামে একটি সিরিয়াল, সিটাডেল নামের অনুষ্ঠান। এছড়া, আচার্য রজনীশের সহযোগী মা আনন্দশীলা নামে একটি ফিল্মের তিনি অভিনেত্রী ও সহ প্রযোজক।
অ্যামাজনের সঙ্গে ২ বছরের জন্য বহু লক্ষ ডলারের চুক্তিতে সই করলেন প্রিয়াঙ্কা চোপড়া। এই চুক্তি ফার্স্ট লুক টেলিভিশনের জন্য। অ্যামাজন স্টুডিওস প্রধান জেনিফার সালকে জানিয়েছেন, আকর্ষক কনটেন্টের জন্য প্রিয়াঙ্কা রাজি হয়েছেন। তিনি শক্তিশালী প্রযোজক। প্রিয়াঙ্কা জানান, তিনি মহিলাদের ভূমিকা, তাদের গল্প বলতে পারবেন। সারা দুনিয়ার স্রষ্টাদের সঙ্গে তিনি কাজ করবেন। এই চুক্তি যেহেতু বিশ্বের, তাই ইংরেজি ছাড়াও হিন্দিতেও কাজ করতে অসুবিধা হবে না। তিনি ইনস্টাগ্রামেও এই কথা জানিয়েছেন। বলেছেন, অভিনেত্রী ও প্রযোজক হিসেবে তিনি চেয়েছিলেন সব ভাষা ও দেশ নির্বিশেষে একটা খোলা ক্যানভাস। তাঁর প্রযোজনা সংস্থা পার্পল পেবলস পিকচার্স এই কাজে সহযোগী। গত ২০ বছরে ৬০টি ফিল্মের পর তিনি এই জায়গায় পৌঁছেছেন। এই টেলিভিশন চুক্তি ছাড়াও আরও তিনটি কাজ প্রিয়াঙ্কা করছেন অ্যামাজনের সঙ্গে। সঙ্গীত নামে একটি সিরিয়াল, সিটাডেল নামের অনুষ্ঠান। এছড়া, আচার্য রজনীশের সহযোগী মা আনন্দশীলা নামে একটি ফিল্মের তিনি অভিনেত্রী ও সহ প্রযোজক।
إرسال تعليق
Thank You for your important feedback