বুধবার সকালে বীরভূমের সিউড়ি থেকে রামপুরহাট যাওয়ার পথে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মল্লারপুর থানার তেলডা ব্রিজের কাছে। স্থানীয় বাসিন্দা ও ওই বাসযাত্রীদের দাবি, বেহাল রাস্তা ও বড়বড় গর্তের জন্যই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এক বাসযাত্রীর কথায়, একটি গর্তে বাসের চাকা পড়তেই নিয়ন্ত্রণ হারান বাসচালক। ফলে বাসটি উল্টে গিয়ে সোজা রাস্তার ধারের জমিতে গিয়ে পড়ে। ফলে রাস্তায় ছিটকে পড়েন বেশ কিছু যাত্রী। বাসের ভিতরেও আটকে পড়েন কয়েকজন।
স্থানীয় মানুষজন শুরু করে উদ্ধার কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। এরপর বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসা চলছে মল্লারপুর ও রামপুরহাট হাসপাতালে। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বড় বড় গর্তে বৃষ্টির জল জমায় চালক বুঝতে পারেননি। এছাড়া বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল বলেই যাত্রীদের অভিযোগ। অপরদিকে, বেহাল রাস্তা নিয়ে এলাকার মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দেয় এদিন। তাঁদের বক্তব্য বারবার প্রশাসনকে জানিয়েও রাস্তা মেরোমত করেনি প্রশাসন।
إرسال تعليق
Thank You for your important feedback