লকডাউনের মধ্যেই ফের নতুন রেকর্ড গড়ল ভারতীয় রেল। এবার তিনটি কয়লা বোঝাই মালগাড়ি একসঙ্গে জুড়ে দীর্ঘ পথ সাফল্যের সঙ্গে পাড়ি দিল। সবমিলিয়ে এই মালগাড়ির ওয়াগন সংখ্যা ছিল ১৭৭টি। যা প্রায় ২ কিমি লম্বা ছিল। রেলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই মালগাড়ির একটি ভিডিও পোস্ট করে রেল এই মালগাড়ির নাম দিয়েছে ‘সুপার অ্যানাকোন্ডা’। এটিকে চালিয়েছে সাউথ ইস্ট্রার্ন সেন্ট্রাল রেলের বিলাসপুর-চক্রধরপুর ডিভিশন। রেল সূত্রে জানানো হয়েছে, দুটি ৬,০০০ হর্স পাওয়ারের ইলেকট্রিক ইঞ্জিন (WAG-9) জোড়া ছিল প্রত্যেকটি মালগাড়ির সামনে। ইঞ্জিন সহ প্রত্যেকটি মালগাড়িকেই একটি ইউনিট হিসেবে জুড়ে দিয়ে চালানো হয়েছে। মোট ছটি ইঞ্জিন থাকলেও চালু রাখা হয়েছিল তিনটি। বাকিগুলি হর্স পাওয়ার বাড়ানোর জন্য ব্যবহৃত হয়েছে বলেই জানিয়েছেন রেলের আধিকারিকরা।
Taking a big leap in reducing the transit time of freight trains, Bilaspur division of SECR broke yet another frontier by joining & running 3 loaded trains (more than 15000 tonnes) in 'Anaconda' formation through Bilaspur & Chakradharpur divisions.
1:24
88.9K views
5.6K
1.2K people are Tweeting about this
১৭৭টি ওয়াগনে মোট ১৫,০০০ টন কয়লা বোঝাই করা হয়েছিল। এই একটি মালগাড়ি থেকেই রেলের আয় হয়েছে ১ কোটি টাকা। যেটিও একটি রেকর্ড। রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই মালগাড়িটি বজ্রনগরের কাছে লাজকুরা স্টেশন থেকে রাউরকেল্লা স্টেশনে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ২ ঘন্টা ১৫ মিনিট। সাধারণ সময়ে এই ১০০ কিমির বেশি পথ পার করতে সময় লাগে সাড়ে ৩ ঘন্টার বেশি। লকডাউনে ট্রেনের চাপ কম থাকায় এই সুপার অ্যানাকোন্ডা মালগাড়ির সময় কম লাগল। তবে এই মালগাড়ি সর্বোচ্চ ৬০ কিমি গতিবেগে চলেছে বলেও জানিয়েছে রেলমন্ত্রকের এক আধিকারিক। উল্লেখ্য এর আগে ১১ জুনও ইলেকট্রিক লাইনে (High Rise Over Head Equipment or OHE) ডবল-স্টেক কনটেনার (Double Stack Container Trains) ট্রেন চালিয়ে রেকর্ড গড়েছিল ভারতীয় রেল। যার ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল।
Railways creates a new world benchmark by successfully running 1st Double Stack Container Train in high rise Over Head Equipment (OHE) electrified sections
Govt under PM @NarendraModi ji propels innovation, speed & customisation in freight operations
pib.gov.in/PressReleasePa
2:02
115.8K views
10.3K
2.3K people are Tweeting about this
إرسال تعليق
Thank You for your important feedback