মুর্শিদাবাদের সুতিতে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল দুজনের। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার গভীর রাতে সুতি থানা এলাকায় একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানেই আচমকা বিস্ফারণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। স্থানীয় মানুষজন ছুটে আসেন বিস্ফোরণের বিকট শব্দে। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগায়। খবর যায় সুতি থানায়। এলাকায় ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে সুতি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম মাহারুল শেখ ও তাইফুল শেখ।
পুলিশ আরও জানিয়েছে, মৃত ও আহতদের কেউই এলাকার বাসিন্দা নয়। অর্থাৎ প্রত্যেকেই বাইরের লোক, যাদের বোমা বাঁধার জন্য নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। কে বা কারা এই বোমা বাঁধার কাজ করাচ্ছিলেন সেটা জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় যথেষ্ঠ উত্তেজনা রয়েছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট।
إرسال تعليق
Thank You for your important feedback