ঘটনার পর থেকেই তাঁকে গরু খোঁজা খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দাম বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়। তিনি উত্তরপ্রদেশের কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দূবে। গত সপ্তাহেই তাঁকে ধরতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এক ডিএসপি সহ ৮ পুলিশকর্মীর। গুলিবিদ্ধ হয়েছিলেন আরও কয়েকজন। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন ওই কুখ্যাত দুষ্কৃতী। মঙ্গলবারও তাঁকে হরিয়ানার ফরিদাবাদে এক হোটেলের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল। যদিও পুলিশ সেখানে পৌঁছানোর আগেই পগার পার হয়ে যায় বিকাশ। সেখান থেকে গ্রেফতার হয়েছিল বিকাশের অন্যতম সহযোগী প্রভাস। বৃহস্পতিবার সকালেই তাঁকে গ্রেফতার করতে সক্ষম হলেন পুলিশকর্মীরা। মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে তাঁকে ধরা হয়েছে বলেই জানা যাচ্ছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, উজ্জয়নীর মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে সে। অপরদিকে বিকেশের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশের কয়েকটি দল। এরকমই দুটি দলের সঙ্গে দুটি এনকাউন্টার হয়েছে বিকাশ দূবের অন্যতম ঘনিষ্ঠ সাগরেদদের। বুধবার রাতে একটি সংঘর্ষে মৃত্যু হয়েছে বিকাশ দূবের অন্যতম ঘনিষ্ঠ অমর দূবেকে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার ভোরে এক পৃথক এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের আরেক সহযোগীর। এবার বিকাশকেই গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার কানপুরের চৌবেপুর এলাকার বিক্রু গ্রামে লুকিয়ে থাকা ডন বিকাশকে ধরতে গিয়ে এনকাউন্টারের সময় মৃত্যু হয় আটজন পুলিশকর্মীর। খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ মোট ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে।
ঘটনার পর থেকেই তাঁকে গরু খোঁজা খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দাম বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়। তিনি উত্তরপ্রদেশের কানপুরের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দূবে। গত সপ্তাহেই তাঁকে ধরতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এক ডিএসপি সহ ৮ পুলিশকর্মীর। গুলিবিদ্ধ হয়েছিলেন আরও কয়েকজন। এরপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন ওই কুখ্যাত দুষ্কৃতী। মঙ্গলবারও তাঁকে হরিয়ানার ফরিদাবাদে এক হোটেলের সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল। যদিও পুলিশ সেখানে পৌঁছানোর আগেই পগার পার হয়ে যায় বিকাশ। সেখান থেকে গ্রেফতার হয়েছিল বিকাশের অন্যতম সহযোগী প্রভাস। বৃহস্পতিবার সকালেই তাঁকে গ্রেফতার করতে সক্ষম হলেন পুলিশকর্মীরা। মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে তাঁকে ধরা হয়েছে বলেই জানা যাচ্ছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, উজ্জয়নীর মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে সে। অপরদিকে বিকেশের খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশের কয়েকটি দল। এরকমই দুটি দলের সঙ্গে দুটি এনকাউন্টার হয়েছে বিকাশ দূবের অন্যতম ঘনিষ্ঠ সাগরেদদের। বুধবার রাতে একটি সংঘর্ষে মৃত্যু হয়েছে বিকাশ দূবের অন্যতম ঘনিষ্ঠ অমর দূবেকে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার ভোরে এক পৃথক এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের আরেক সহযোগীর। এবার বিকাশকেই গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার কানপুরের চৌবেপুর এলাকার বিক্রু গ্রামে লুকিয়ে থাকা ডন বিকাশকে ধরতে গিয়ে এনকাউন্টারের সময় মৃত্যু হয় আটজন পুলিশকর্মীর। খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ মোট ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে।
إرسال تعليق
Thank You for your important feedback