উত্তরপ্রদেশে টাকা দিলেই মিলছে কোভিড নেগেটিভ সার্টিফিকেট!


টাকার বিনিময়ে পরীক্ষার নামে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বিক্রির অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। সম্প্রতি একটি স্ট্রিং-ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দেশজুড়ে। ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের (Meerut)। সেখানকার এক বেসরকারি হাসপাতালে টাকার বিনিময়ে দেদার বিক্রি হচ্ছিল কোভিড নেগেটিভ সার্টিফিকেট। বিষয়টি প্রকাশ্যে আসতেই মিরাট প্রশাসন ওই বেসরকারি হাসপাতালে হানা দেয়। এবং ওই হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে হাসপাতালটি সিল করে দিয়েছে। উত্তরপ্রদেশে কোনও ব্যক্তির বেসরকারি হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার পর সেটির রিপোর্ট নেগেটিভ এলে পুরো খরচ ফেরত দিচ্ছে সরকার।

পজিটিভ এলে তাঁর চিকিৎসার খরচ বহন করছে সরকার। ফলে পরীক্ষার নামে কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেদার বিক্রি হচ্ছিল ওই বেসরকারি হাসপাতাল থেকে। এই ঘটনারই একটি স্ট্রিং-ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, ওই বেসরকারি হাসপাতালের ম্যানেজার বলছেন, নেগেটিভ সার্টিফিকেট নিতে চাইলে আড়াই হাজার টাকায় মিটে যাবে। রোগীর আত্মীয় তাঁকে ২০০০ টাকা দিয়ে বলেন রিপোর্ট হাতে নিয়ে বাকি ৫০০ টাকা দিয়ে দেবেন। এই ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে মিরাট প্রশাসন। মালিকের নামে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মিরাট পুলিশ। যদিও হাসপাতালের মালিক ও ম্যানেজার বেপাত্তা বলেই জানা গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم