আমফান ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে মানুষের ঢল। কুলতলি বিডিও অফিসের সামনে পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন আবেদনকারী। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় আমফান ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। তেমনি গত কয়েকদিন ধরে বিভিন্ন পঞ্চায়েত প্রধান-উপপ্রধান এবং সদস্যদের বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণের তালিকায় নাম না দেওয়ার অভিযোগে বিভিন্ন পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। এই ঘটনায় স্বচ্ছতা আনতে সর্বদলীয় বৈঠকের পর, সমস্ত ক্ষতিগ্রস্ত নিজেদের আবেদনপত্র বিডিও দফতরে জমা দিতে পারবেন, রাজ্য সরকারের এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করেন কুলতলি বিডিও অফিসের সামনে। আর সেখানেই পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন আবেদনকারী। তাদের মধ্যে দুই মহিলা সন্ধ্যা গায়েন ও অসীম হালদার গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আবেদনকারীদের অভিযোগ, বিডিও সামনে হাজার হাজার মানুষ ভিড় করলেও কোনও প্রশাসনিক নজরদারি ছিল না।
আমফান ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে মানুষের ঢল। কুলতলি বিডিও অফিসের সামনে পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন আবেদনকারী। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় আমফান ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। তেমনি গত কয়েকদিন ধরে বিভিন্ন পঞ্চায়েত প্রধান-উপপ্রধান এবং সদস্যদের বিরুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি ক্ষতিপূরণের তালিকায় নাম না দেওয়ার অভিযোগে বিভিন্ন পঞ্চায়েত অফিস ঘেরাও করে চলে বিক্ষোভ। এই ঘটনায় স্বচ্ছতা আনতে সর্বদলীয় বৈঠকের পর, সমস্ত ক্ষতিগ্রস্ত নিজেদের আবেদনপত্র বিডিও দফতরে জমা দিতে পারবেন, রাজ্য সরকারের এই ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর মানুষ ভিড় করেন কুলতলি বিডিও অফিসের সামনে। আর সেখানেই পদপিষ্ট হয়ে জখম হন বেশ কয়েকজন আবেদনকারী। তাদের মধ্যে দুই মহিলা সন্ধ্যা গায়েন ও অসীম হালদার গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। আবেদনকারীদের অভিযোগ, বিডিও সামনে হাজার হাজার মানুষ ভিড় করলেও কোনও প্রশাসনিক নজরদারি ছিল না।
إرسال تعليق
Thank You for your important feedback