![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-hz-RkLI_Sx813AaFAgCA0IP8HrmmX7sdH3GK38IC0_kLqn8EF0NTFR8Ln3wMv8M66blNyPiCaHOAJN0IweZTsCwuvoo2B5kQEWsNA36C4HqyUOFFE09wudOabz9olO3AkQ99zuPBCrM/s1600/Cricketer.png)
স্থানীয় ক্রিকেটে তাঁকে ডেল স্টেইন বলেই ডাকা হত। কারণ দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারের মতো জোরে বল করত সে। মুম্বইয়ের এই প্রতিশ্রুতিমান ক্রিকেটারের করুণ পরিনতি হল। নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এই তরুণ ফাস্ট বোলার। করণ তেওয়ারি, মুম্বই রাজ্য দলে সুযোগ পাননি, তাই নিয়ম অনুযায়ী আইপিএল নিলামে নাম ওঠেনি তাঁর। অথচ আইপিএল-এর নেট প্রাকটিসে বল করে যথেষ্ট সুনাম কুরিয়ে ছিল এই তরুন প্রতিভাবান বোলার। এই দু:খ তাঁকে কুঁড়ে কুঁড়ে খেত। আর সেই কথা নিজের বন্ধুবান্ধব ও বোনকে জানিয়েছিল করণ। সে জানিয়েছিল, আইপিএলে সুযোগ না পেয়ে তিনি ভেঙে পড়েছেন। তাই আত্মহত্যাও করতে পারেন। শেষ পর্যন্ত সেই পথই বেছে নিলেন করণ। তাঁর বোন মাকে সব কথা বললেও অনেকটা দেরি হয়ে যায়। সোমবার রাতেই করণ গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরে আত্মহত্যা করে। দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। করণের এক বন্ধুর কথায়, দারুণ প্রতিশ্রুতিমান ছিল ও। যে কোনও রাজ্য দলের হয়ে খেলার জন্য করণ মুখিয়ে ছিল। কয়েকটি দলের সঙ্গে কথাও হয়েছিল। অপরদিকে পুলিশের তরফে জানানো বলা হচ্ছে, আর্থিক খারাপ অবস্থার জন্যও আত্মহত্যা করতে পারেন তরুণ এই প্রতিভা।
إرسال تعليق
Thank You for your important feedback