বিশ্বভারতীতে ডিউটিরত ৪ কনস্টেবলকে ক্লোজ পুলিশলাইনে


বিশ্বভারতীতে ডিউটিরত রাজ্য সশস্ত্র পুলিশের ৪ পুলিশ কনস্টেবলকে পুলিশলাইনে ক্লোজ করা হল। জেলা পুলিশরে তরফে জানানো হয়েছে, উপাচার্যের দাবিমতো ওই পুলিশকর্মীরা বডিগার্ড নন। তাদের বিশ্বভারতী পাহারা দিতে মোতায়েন করা হয়েছিল। তবে শান্তিনিকেতন থানা এলাকার বাইরে উপাচার্য তাদের নিয়ে যেতেন। থানাকে কোনও কিছু না জানিয়েই বিশ্বভারতীর মধ্যে আইনশৃঙ্খলা সামলাতে অনেকবার তাদের ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, ১৬ আগস্ট পৌষমেলার মাঠে দেওয়াল তোলার সময় তাদের ছাত্র ও অন্য প্রতিবাদকারীদের বিরুদ্ধে .৩০৩ রাইফেল হাতে ব্যবস্থা নিতে উপাচার্য তাদের ব্যবহার করেছেন। এর কিছুই থানাকে জানানো হয়নি। তাছাড়া, স্থানীয় থানার ওসি, এসডিপিওর সঙ্গে বহুবার দুর্ব্যবহার করেছেন উপাচার্যের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পুলিশের মতো শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সঙ্গে তিনি সহযোগিতায় অস্বীকার করেছেন। এছাড়া, তাকে উপাচার্য এক মহিলা শিক্ষকের কার্যত দেহরক্ষী হিসেবে ব্যবহার করেছেন। সেই নিরাপত্তারক্ষীকে বদলি করা হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم