করোনার ধাক্কায় কাজ হারিয়েছেন ভারতের ৪১ লক্ষ যুবক। তাদের বেশিরভাগই যুক্ত ছিলেন নির্মাণশিল্পে। মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের যৌথ সমীক্ষার এর রিপোর্টে জানানো হয়েছে এই তথ্য। তাতে বলা হয়েছে, বিশেষত নির্মাণশিব্প ও কৃষিক্ষেত্রে এই কর্মচ্যুতি ঘটেছে। দেখা গিয়েছে, ১৫ থেকে ২৪ বছরের যুবকরাই ২৫ বছর বা তার থেকে বড় বয়সের কর্মীদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি ব্যাপক ও সুদূরপ্রসারী। ভারতে তরুণ শিক্ষানবীশদের দুই-তৃতীয়াংশই সম্পূর্ণভাবে কাজ হারিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, অবিলম্বে সরকারকে কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। নিশ্চিত করতে হবে ৬ কোটি ৬০ লাখ যুবকের ভবিষ্যতের সংস্থান। রিপোর্ট বলছে, করোনার আগেও শ্রমবাজারে ভারত ও এশিয়ার যুবশ্রেণি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে বেকারির হার অনেক বেড়েছে। স্কুলশিক্ষা এবং কাজ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে তারা।
إرسال تعليق
Thank You for your important feedback