করোনায় জয়ী দেশের সর্বকনিষ্ঠ


এখন তার বয়স মাত্র ৬৩ দিন। ফুসফুসে যেদিন ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল তখন বয়স ছিল ৪০ দিন। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের খুদে দেশের সর্বকনিষ্ঠ করোনাজয়ী। এই সদ্যোজাত করোনার আক্রমণে টানা ৮ দিন ভেন্টিলেশনে ছিল। সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া গোটা দেশেই প্রথম। গত ২০ জুলাই থেকে জ্বরে ভুগছিল শিশুটি। শ্বাসকষ্টের জেরে এক নাগাড়ে কেঁদে চলেছিল সে। বাড়ির সবাই ভেবেছিল সাধারণ জ্বর। কিন্তু ৭ দিন কেটে গেলেও জ্বর না কমায় ২৮ জুলাই কাঁথির বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের শিশু হাসপাতালে। শিশুরোগ বিশেষজ্ঞ ডা. খেয়া উত্তমের অধীনে শুরু হয় চিকিৎসা। ২৯ জুলাই করোনা পরীক্ষার পর পাওয়া যায় করোনা পজিটিভ রিপোর্ট। সফল চিকিৎসার পর সে এখন পুরো সুস্থ। শিশুটির বাবা জানিয়েছেন, কীভাবে এর দেহে করোনাভাইরাস এল তা রহস্য। কারণ বাবা-মায়ের কোল ছাড়া সে আর কারও কাছে যায়নি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم