আজকাল জমির দাম আকাশছোঁয়া। এক কাঠা জমি কিনতেই হিমশিম অবস্থা বাঙালির। সেখানে এক একর জমির চিন্তা তো আকাশকুসুম। এরমধ্যেই এক বাঙালি যুবক মঙ্গলগ্রহে জমি কিনে ফেলেছেন। তাও আবার এক একর জমি। কী ভাবছেন? বোকা বানাচ্ছি? না, একদম খাঁটি সত্যি খবর, হুগলির শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস এই অসাধ্য সাধন করে ফেলেছেন ইতিমধ্যেই। তাঁর হাতে এসে গিয়েছে জমির দলিল। মঙ্গলগ্রহের ঠিক কোন এলাকায় তাঁর জমি, নকশা সবই তিনি পেয়ে গিয়েছেন। এবার ভাবছেন কত দাম পড়ল? পৃথিবীর মতো আকাশছোঁয়া নয়, বেশ সস্তাতেই জমি পেয়েছেন শৌনক। এক একর জমি মাত্র ৩০০০ টাকা।
বেসরকারি সংস্থায় কর্মরত শৌনক। গতবছরই নাসার তরফে একটি সংস্থা মঙ্গলে জমি বিক্রির ব্যবস্থা করেছিল। বুদ্ধিমান বাঙালি যুবক আর দেরি করেননি। যোগাযোগ করে এক একর জমি কিনেই ফেলেন। সেই জমির দলিল এবার হাতে পেলেন শৌনক। সদ্য বিবাহিত সৌনক এই দলিল পেয়ে বেজায় খুশি। কয়েকদিনের মধ্যেই মঙ্গলে যান (Rover) পাঠাচ্ছে নাসা। সেই যানে একটি চিপও শৌনকের নামে থাকছে। সৌনকের কথায়, ‘হয়তো আমি কোনও দিন মঙ্গলে যেতে পারব না। তবে সকলকে বলতে তো পারব, আমার মঙ্গলে জমি আছে’। তিনি আরও জানিয়েছেন, ২০২৪ সালে চাঁদে মানুষ পাঠানোর তোড়জোড় করছে নাসা। এরপরে মঙ্গলেও মানুষ পাঠানো হবে। তাই এই দুই গ্রহে থাকার জন্য বাড়ি ও শৌচালয়ের নকশা কেমন হবে সেটা নিয়ে ভাবনাচিন্তা করছেন গবেষকরা। নাসা এরজন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। চন্দ্রযান ও মঙ্গলযানে শৌচালয় কেমন হবে তাঁর নকশা তৈরি করতে হবে ‘লুনার চ্যালেঞ্জ-২’ নামে ওই প্রতিযোগিতায়। শৌনকও সেই কাজে যুক্ত রয়েছেন। এরমধ্যেই মঙ্গলে জমি কিনে রাখলেন, যদি কোনওদিন যাওয়া যায়। কথায় আছে বাঙালির রক্তেই ভ্রমণ।
إرسال تعليق
Thank You for your important feedback