একবছরে ব্যাঙ্ক জালিয়াতি বেড়েছে দ্বিগুণ

 
গত ১ বছরে দেশে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দ্বিগুণ হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট জানিয়েছে এই তথ্য। ২০১৮-২০১৯ সালে যেখানে ৭১,৫৪৩ কোটি টাকার জালিয়াতি হয়েছে, সেখানে ২০১৯-২০২০ অর্থবর্ষে ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে ১ লাখ ৮৫ হাজার কোটির। জালিয়াতি বেড়েছে ১৫৯ শতাংশ। জালিয়াতির কেসের সংখ্যার নিরিখে তা বেড়েছে ২৮ শতাংশ। ২-১৮-২০১৯ সালের ৬,৯৭৭ থেকে পরের বছর ৮,৭০৭। বেশিরভাগ জালিয়াতিই ঋণ সংক্রান্ত। বরং ব্যালান্স শিট, বিদেশি মুদ্রা লেনদেনে জালিয়াতি একবছরে কমেছে। গত অর্থবর্ষে ৫০টি ঋণ সংক্রান্ত জালিয়াতিই ছিল মোট জালিয়াতির ৭৬ ভাগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জালিয়াতি বেড়েছে ২৩৪ শতাংশ। বেসরকারি ব্যাঙ্কে তা ৫০০ শতাংশের বেশি। রিপোর্ট বলেছে, অভ্যন্তরীণ হিসেবপরীক্ষা, ঋণগ্রহীতাদের তদন্তে অসহযোগিতার দুর্বল সতর্কতা ব্যবস্থার করাঁেই জালিয়াতির এই রমরমা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم