নৌকাডুবি বাসন্তীতে, মৃত ১ শিশু


বৃষ্টির মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নৌকাডুবি হল হোগোল নদীতে। বৃহস্পতিবার মকখালির কাছে ছয় নম্বর সোনাখালি এলাকায় নৌকাটি ডুবে যায়। মৃত্যু হয়েছে একটি শিশুর। এখনও ৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চলছে পুলিশ ও বিডিও। স্থানীয়েরা জানান, ১৮ জনকে নিয়ে গোলাবাড়ি থেকে আসার পথে এই নৌকডুবি হয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم