বেসরকারি স্কুলের ফি নিয়ে কমিটি গঠন করল হাইকোর্ট

লকডাউন পর্বে বিভিন্ন বেসরকারি স্কুলের ফি নিয়ে আন্দোলন হচ্ছে। অভিভাবকদের দাবি, স্কুল বন্ধ, তাই টিউশন ফি ছাড়া অন্যান্য ফি কেন নেওয়া হচ্ছে? এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। এই মামলার শুনানির পর হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এক তিন সদস্যের কমিটি গড়ে দিল। এই কমিটি কলকাতার বেসরকারি স্কুলগুলির অ্যাকাউন্ট, ফি-কাঠামো সহ যাবতীয় দিক খতিয়ে দেখবে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। সেইমতো কলকাতা ও লাগোয়া অঞ্চলের ১২১টি বেসরকারি স্কুলের খরচ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করেছে হাইকোর্ট। অর্থাৎ এই লকডাউনের সময়ে বেসরকারি স্কুলগুলি কত খরচ করেছে, কোন খাতে কত খরচ করা হয়েছে এই সমস্ত তথ্য জানাতে হবে বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে। কলকাতা হাইকোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: সুরঞ্জন দাসকে এই কমিটির সদস্য করেছে। বাকি দুজন সদস্য কে হবেন, তাঁদের নাম রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে জানাতে বলেছে হাইকোর্ট। প্রয়োজনে এই কমিটি কোনও চার্টার্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করতে পারবে। এই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিচারপতিরা। ফলে হাইকোর্টের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে অভিভাবকরা। কারণ যাঁরা গত ১৫ অগস্টের মধ্যে স্কুল ফি মিটিয়ে দিতে পারেননি, তাঁদের আরও সাতদিন সময় দেওয়ার কথা বলেছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم