যত দ্রুত সম্ভব কলকাতা পুরসভার ভোটের পরামর্শ দিল হাইকোর্ট

কলকাতা পুরসভায় যত দ্রুত সম্ভব নির্বাচন করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই পরামর্শ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। পুর আইনের বিরুদ্ধে গিয়ে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে। এই অভিযোগ তুলে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। মেয়াদ ফুরোনোর পর করোনা আবহে কলকাতা পুরসভায় প্রশাসকমণ্ডলী নিয়োগ করা হয়। প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান নিযুক্ত হন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে। এরই বিরোধিতায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলায় বলা হয়, পুর আইনের বিরুদ্ধে গিয়ে কলকাতা পুরসভায় প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিমকে নিয়োগ করেছে রাজ্য। মঙ্গলবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে রাজ্য ও নির্বাচন কমিশনকে দ্রুততার সঙ্গে ভোট করতে পরামর্শ দিল হাইকোর্ট।হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, ইলেকশন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।রাজ্যের ভূমিকা রয়েছে তাতে। তাই রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের উচিৎ দ্রুততার সঙ্গে নির্বাচন করা। বেঞ্চ বলেছে, প্রশাসকমণ্ডলীর কাজের জন্য কোনও অর্জিন্যান্স জারির প্রয়োজন নেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم