বিভিন্ন পর্নস্টার, বলিউড তারকা সানি লিওন, গায়িকা নেহা কক্করের পর এবার জনপ্রিয় কার্টুন চরিত্র। রাজ্যের একের পর এক কলেজে ভর্তির মেধা তালিকায় ঠাঁই পাচ্ছে এই সমস্ত নাম। এবার জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমন ও সিনচ্যানের নাম মিলল শিলিগুড়ি কলেজের মেধা তালিকায়। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। উল্লেখ্য, এর আগে কলকাতার এক কলেজে মেরিট লিস্টে সানি লিওনের নাম ছিল তালিকার শীর্ষে। এরপর কয়েকজন পর্ণ তারকার নামও দেখা গিয়েছিল মেধা তালিকায়। বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নামও ছিল মালদার এক কলেজে। এবার কার্টুন চরিত্র ডোরেমন ও সিনচ্যানের নাম উঠল শিলিগুড়ি কলেজের প্রাথমিক মেধা তালিকায়।
কলেজের অধ্যক্ষ যদিও জানিয়েছেন, চূড়ান্ত তালিকাতে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিলিগুড়ির সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। তবুও শিক্ষামহলে প্রশ্ন উঠছে বারেবারে একই ঘটনার পুনরাবৃত্তি কিভাবে হচ্ছে? বিভিন্ন মহলে এটাও দাবি করা হচ্ছে, কলেজে ভর্তি প্রক্রিয়ায় গলদ থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। আবার একাংশের মতে, কলেজে ভর্তির মেধা তালিকায় গরমিল করতেই এই ধরনের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ শিক্ষা দফতরের।
কলেজের অধ্যক্ষ যদিও জানিয়েছেন, চূড়ান্ত তালিকাতে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শিলিগুড়ির সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। তবুও শিক্ষামহলে প্রশ্ন উঠছে বারেবারে একই ঘটনার পুনরাবৃত্তি কিভাবে হচ্ছে? বিভিন্ন মহলে এটাও দাবি করা হচ্ছে, কলেজে ভর্তি প্রক্রিয়ায় গলদ থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। আবার একাংশের মতে, কলেজে ভর্তির মেধা তালিকায় গরমিল করতেই এই ধরনের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ শিক্ষা দফতরের।
إرسال تعليق
Thank You for your important feedback