দশ ঘন্টা ম্যারাথন জেরা রিয়াকে, ফের ডাকল সিবিআই


শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ভাই শৌভিককে নিয়ে মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে যান সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এরপর দিনভর চলে ম্যারাথন জেরা। এরবর ঘন্টার পর ঘন্টা জেরা চলে মৃত অভিনেতার বান্ধবী তথা অভিনেত্রী রিয়ার। অবশেষে যখন তিনি ডিআরডিও গেস্ট হাউস থেকে বের হলেন, তখন ঘড়ির কাটা রাত ৯টা পার করেছে। অর্থাৎ রিয়াকে দশ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ পর্ব চালায় সিবিআই তদন্তকারী দল। যখন তিনি সিবিআই জেরার পর বের হলেন তখন কার্যত বিধ্বস্ত দেখাচ্ছিল রিয়াকে। তবে সিবিআইয়ের আস্থানায় তখন হাজির মুম্বই পুলিশের একটি দল। তাঁরাই এসকর্ট করে রিয়াকে বাড়ি পৌঁছে দিলেন।

ফলে শুরু হয় আরেক জল্পনা, পরে অবশ্য রিয়ার ভাই শৌভিক জানায়, সাংবাদিকদের হাত থেকে বাঁচতেই রিয়া মুম্বই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন। সেই কারণে মহিলা পুলিশ সহ একটি বিশেষ দল রিয়ার জন্য পাঠানো হয়েছিল ডিআরডিও গেস্ট হাউসে। সূত্রের খবর, সুশান্তের বান্ধবী নিজের ও পরিবারের জন্য নিরাপত্তা চেয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় আবেদন করেছেন। সুশান্ত মৃত্যুরহস্যের তদন্ত করতে নেমে এই প্রথম রিয়াকে জেরা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। জানা যাচ্ছে তাঁকে ফের ডাকা হয়েছে ডিআরডিও গেস্ট হাউসে। 

এদিন সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে জেরা করা হয়েছে বলেই জানা গিয়েছে। অপরদিকে জানা যাচ্ছে, মাদক কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে রিয়াকে সমন পাঠাচ্ছে কেন্দ্রীয় নার্কোটিক্স কোন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তীর সঙ্গে যোগ রয়েছে মাদকচক্রের, রিয়ার ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট পুনরুদ্ধার করে তেমনই জানতে পেরেছে ইডি। তাঁরাও আলাদা করে আর্থিক নয়ছয়ের তদন্ত করছে রিয়ার বিরুদ্ধে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم