এবার আর গোয়েন্দা রিপোর্ট নয়, একেবারে উপগ্রহ নজরদারিতেই ধরা পড়ছে চিনের একের পর এক কীর্তি কলাপ। এবার চিনের লাল ফৌজের আরেক কীর্তি সামনে এল উপগ্রহ চিত্রে। হিন্দু, জৈন ও বৌ দ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থক্ষেত্র কৈলাশ পর্বত ও মানস সরোবরের আশেপাশে মিসাইল লঞ্চপ্যাড তৈরি করছে চিন। ভূমি থেকে আকাশ মিসাইল (Surface-to-air missile বা SAM) বসানোর কাজ পুরোদমে শুরু করে দিয়েছে লাল ফৌজ। কৈলাশ মানস সরোবর যাওয়ার রাস্তা বরাবর পথের ধারেই তৈরি হচ্ছে একের পর এক মিসাইল লঞ্চপ্যাড। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল থেকেই এই নির্মানকাজে হাত দিয়েছে চিন প্রশাসন। আগস্টের সর্বশেষ স্যাটেলাইট ইমেজে এই তথ্য সামনে এসেছে।
ফলে এই চিত্রগুলি পর্যালোচনা করেই সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত, তীর্থক্ষেত্র মানস সরোবর যুদ্ধক্ষেত্রে পরিনত করতে চাইছে চিন। এমনিতেই এই পথের জায়গায় জায়গায় প্রচুর চিনা সেনা মোতায়েন করেছে চিন। এবার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বসিয়ে সরমসজ্জা পুরো করতে উদ্যোগী ভারতের পড়শি দেশ। উল্লেখ্য, ভারত-চিন-নেপাল সীমান্তের লিপুলেখ পর্যন্ত রাস্তা নির্মান করায় সংঘাতের শুরু। এই রাস্তা তৈরি নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল চিন, পরে তাঁদের সঙ্গত দেয় নেপালও। তাঁদের দাবি লিপুলেখ নেপালের অংশ, সেই মতো নেপালি সংসদে নতুন মানচিত্র পাস করিয়ে নেয় নেপালের কমিউনিস্ট শাসক। কিন্তু ভৌগলিক ও সামরিক গুরুত্বের দিক থেকে লিপুলেখের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।
এরপর থেকেই কৈলাস মানস সরোবরের পথে ধর্মীয়স্থানগুলিতে সেনা সমাবেশ বাড়াতে থাকে চিন। এবার ক্ষেপণাস্ত্র বসিয়ে ভারতকে বার্তা দিতে চাইছে বেজিং, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। লিপুলেখের আশেপাশেই চিনের সামরিক প্রস্তুতি বেশি বলেই উপগ্রহ চিত্রে প্রকাশ। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ‘Detresfa’ কয়েকটি উপগ্রহ চিত্র প্রকাশ করে দাবি করেছে, লিপুলেখের ট্রাই জংশন এলাকায় সেনা মোতায়েন করার পাশাপাশি ক্ষেপণাস্ত্র বসানোর জন্যও নির্মাণকাজ শুরু করেছে চিন৷ ভারতের কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমও একই দাবি করেছে।
إرسال تعليق
Thank You for your important feedback