জঙ্গি হামলায় কাশ্মীরে শহিদ হলেন জম্মু কাশ্মীর পুলিশের এক সাব ইন্সপেক্টর বাবু রাম। খতম হয়েছে তিন জঙ্গি। শ্রীনগরের উপকণ্ঠে গুলির লড়াইয়ে মারা গিয়েছে তারা। শনিবার গভীর রাতে পান্থা চকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নাকার ওপর গুলি চালায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে জোরদার তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি চলার সময়েও জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাবে দেয় নিরাপত্তাবাহিনীও। রাতভোর কর্ডন করার পরেও রবিবার সকালেও ফের শুরু হয়েছে গুলি বিনিময়।
জঙ্গি হামলায় কাশ্মীরে শহিদ হলেন জম্মু কাশ্মীর পুলিশের এক সাব ইন্সপেক্টর বাবু রাম। খতম হয়েছে তিন জঙ্গি। শ্রীনগরের উপকণ্ঠে গুলির লড়াইয়ে মারা গিয়েছে তারা। শনিবার গভীর রাতে পান্থা চকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ নাকার ওপর গুলি চালায় জঙ্গিরা। গোটা এলাকা ঘিরে জোরদার তল্লাশি শুরু হয়েছে। তল্লাশি চলার সময়েও জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাবে দেয় নিরাপত্তাবাহিনীও। রাতভোর কর্ডন করার পরেও রবিবার সকালেও ফের শুরু হয়েছে গুলি বিনিময়।
إرسال تعليق
Thank You for your important feedback