ঘরের রেলিংয়ে করোনা রোগীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য বারাসতে



কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন উত্তর ২৪ পরগণার বারাসতের নবপল্লীর বাসিন্দা নিরঞ্জন চৌধুরী। গত বৃহস্পতিবার ওই বৃদ্ধের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতেই সেই রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সকালেই ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ দেখা গেল বাড়ির দোতালার রেলিং থেকে ঝুলতে। এই দৃশ্য দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত এলাকায়। যেহেতু ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন, তাই পুলিশ এসেও প্রথমে দেহটি উদ্ধার করতে পারেনি। দেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বারাসত থানার পুলিশকে। দোতালার রেলিংয়ে প্রকাশ্যেই দেহ ঝুলতে দেখে ভিড় জমে যায় এলাকায়। পরে পুলিশের উদ্যোগে কয়েকজন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মী পিপিই পড়ে দেহটি উদ্ধার করে স্বাস্থ্যবিধি মেনে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, করোনায় আক্রান্ত হওয়াতে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ। যদিও তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৃদ্ধের পরিবারের লোকজনদের।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم