দেশে ২৫ লাখ পেরোল করোনা সংক্রমণ


শনিবার দেশে করোনা সংক্রমণের সংখ্যা ২৫ লাখ পেরিয়ে গেল। একদিনে আক্রান্ত ৬৫,০০০, মৃত হাজারের কাছাকাছি। এখন দেশে করোনায় সংক্রমিত ২৫,২৮,১৯৬ জন। মৃত ৪৯,০৩৬ জন। সুস্থ হয়েছেন ১৮,০৮,৯৩৭ জন। দক্ষিণের চারটি রাজ্যে শুক্রবার ২০ হাজারেরও বেশি সংক্রমিক শনাক্ত হয়েছেন। অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছেন ৮,৭৪৩ জন, কর্নাটকে ৭,৯০৮, তেলেঙ্গানায় ১,৯২১ এবং কেরলে ১,৫৪৯ জন। অসমে করোনায় আক্রান্তের সংখ্য বাড়ছে। শুক্রবার সংক্রমিত শনাক্ত হয়েছেন ২,৭০৬ জন, মোট আক্রান্ত ৭৪,৫০১। একইসঙ্গে অসমে সব বেসরকারি স্কুলের ফি ২৫ শতা়ংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। হিমাচলপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৮৭৫ জন। মারা গিয়েছেন ১৮ জন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم