করোনা রোগী ফেরানো যাবে না, হাসপাতালগুলিকে স্বাস্থ্য কমিশন


কোনও হাসপাতাল করোনা রোগীকে ফেরত পাঠাতে পারবে না। টাকার জন্য করোনা রোগীর চিকিৎসা বন্ধ করা বন্ধ করা যাবে না। শনিবার বেসরকারি হাসপাতালগুলির খরচ ও ভর্তি নিয়ে বৈঠকে বসেন স্বাস্থ্য কমিশনের সদস্যরা। বৈঠকে ছিলেন চিকৎসক মাখনলাল সাহা, সুকুমার মুখোপাধ্যায়, মধুসূদন বন্দ্যোপাধ্যায়, মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, নগরোন্নয়ন সচিব খলিল আমেদ। ঠিক হয়েছে, ১ মার্চের হিসেবে হাসপাতালগুলিকে বেড ভাড়া নিতে হবে। করোনার ওষুধে ২০ শতাংশ ছাড় দিতে হবে। করোনার চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে বিজ্ঞাপন দিতে হবে। গাইডলাইন মেনে ডাক্তারদের ফি বেঁধে দেওয়া হল। সাধারণ রোগীর ক্ষেত্রে ১ হাজার টাকা, রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে ডাক্তারের ফি হবে ২ হাজার। প্রতিটি হাসপাতালে রিসেপশনে ও ঢোকার মুখে তিনটি জায়গায় রেটচার্জ টাঙাতে হবে। তাছাড়া, স্বাস্থ্য কমিশনারকে সঠিক তথ্যও জানাতে বলা হয়েছে। তাদের আইসিএমআরের নির্দেশ মেনে কাজ করতে হবে। জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে শীঘ্রই বৈঠক হবে। ২০১৭ সালের আইন অনুসারেই এই কমিশন তৈরি হয়েছে। তারা পাঁচটি অ্যাডভাইসরি জারি করেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم