গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ২৩৯ জন। আর এর জেরেই দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩০ লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জন। তবে দেশে সুস্থতার হার আশা জাগাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মোট সংক্রমিতের মধ্যে ২২ লাখ ৮০ হাজার ৫৬৬ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ। তবে দৈনিক সংক্রমণের নিরীখে ভারত আমেরিকা ও ব্রাজিলকেই ছাপিয়ে গিয়েছে। মোট আক্রান্তের সংখ্যায় অবশ্য ভারত এই দুই দেশের ঠিক পরেই রয়েছে।
তবে ভারতে যেভাবে দ্রুততার সঙ্গে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে খুব শীঘ্রই ব্রাজিল টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৯১২ জন করোনায় মারা গিয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭০৬। করোনায় মৃত্যুর নিরীখে ভারতের স্থান বিশ্বে চতুর্থ। আমেরিকা, ব্রাজিল, মেক্সিকোর পরেই রয়েছে ভারত। দেশে মোট করোনা আক্রান্ত ও মৃত্যুতে মহারাষ্ট্রই সবচেয়ে আগে। শুধুমাত্র মহারাষ্ট্রেই মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৯৪২ জন। উদ্ধব ঠাকরের রাজ্যে মোট করোনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৯৯৫ জন।India's #COVID19 case tally crosses 30 lakh mark with 69,239 fresh cases and 912 deaths in the last 24 hours.— ANI (@ANI) August 23, 2020
The #COVID19 case tally in the country rises to 30,44,941 including 7,07,668 active cases, 22,80,567 cured/discharged/migrated & 56,706 deaths: Ministry of Health pic.twitter.com/28wnEi7y5n
পশ্চিমবঙ্গেও করোনার দাপট অব্যাহত। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া সর্বশেষ (২২ আগস্ট) পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৯৬ জন। এরমধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২৭ হাজার ৯০০ জন। ২২ আগস্ট মোট ২,৭৩৭ জন করোনা মুক্ত হয়েছেন, ফলে মোট ১ লাখ ৪ হাজার ৯৫৯ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এই রাজ্যে। সুস্থতার হার ৭৭.৪১ শতাংশ।
إرسال تعليق
Thank You for your important feedback