১৩ একর ভুট্টা ক্ষেতে লেখা ‘কোভিড গো অ্যাওয়ে’, ভাইরাল ছবি


কবে কমবে করোনার প্রকোপ? পৃথিবী আবার কবে করোনা মুক্ত হবে? কবে ফের স্বাভাবিক হবে জনজীবন? কবে খুলবে স্কুল-কলেজ? বিশ্বের প্রতিটি মানুষের মনে এখন এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে। উত্তর কিন্তু কঠিন। কারণ কেউই এই প্রশ্নের উত্তর জানেননা। উল্টে দিন দিন বাড়ছে করোনার দাপট। রোজই বিশ্বে নতুন করে আক্রান্তের সংখ্যায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে। এক ন্যানো মিলিমিটারের এই অণুবিক্ষনিক ভাইরাসের দাপটে ত্রস্ত গোটা বিশ্বই। বেশিরভাগ মানুষই এটাকে অদৃষ্টের লিখন বলে মেনে নিয়েছেন। তাই অদৃষ্টের কাছেই কাতর আর্জি জানালেন আমেরিকার মিশিগানের মানুষ। সেও এক অভিনব উপায়ে। ১৩ একরের এক ভুট্টার ক্ষেতে তাঁরা লিখলেন ‘কোভিড গো অ্যাওয়ে’, অর্থাৎ ‘করোনা তুমি চলে যাও’। আর এই কাতর আর্জির ছবি অনেক উচু থেকে তুলেছেন কোনও কোনও অতি উৎসাহী মানুষ। সেগুলিই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। মিশইগানের মানুষদের এই কাতর আর্জি অদৃষ্টের কাছে পৌঁছবে কি না জানা নেই। তবে ১৩ একর ভুট্টা ক্ষেতে ‘কোভিড গো অ্যাওয়ে’ লেখা সেই ছবিগুলি রীতিমতো ভাইরাল হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم