দাউদ ইব্রাহিম যে তাদের দেশেই রয়েছে অবশেষে তা কবুল করল পাকিস্তান। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত দাউদ ভারতে মোস্ট ওয়ান্টেড। বরাবরই ভারত একথা তথ্যপ্রমাণসহ জানালেও তাদের দেশে দাউদের থাকার কথা অস্বীকার করে এসেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের আর্থিক নিষেধ থেকে নিজেদের বাঁচাতে সে দেশে জঙ্গিদের অর্থসাহায্যকারী ৮৮টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যে তালিকা পাকিস্তান প্রকাশ করেছে তাতে রয়েছে দাউদের নামও। পাকিস্তান জানিয়েছে, হাফিজ সইদ, মাসুদ আজহার, দাউদ ইব্রাহিমের মতো জঙ্গি গোষ্ঠীর নেতাদের ওপর তারা কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এফএটিএফ পাকিস্তানকে গতবছরের মধ্যেই তাদের দেশে জঙ্গিদের অর্থ যোগানো সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল। করোনা জন্য সেই সময়সীমা বেড়েছে। গত ১৮ আগস্ট পাক সরকার দুটি বিজ্ঞপ্তি জারি করে জামাত উদ দাওয়া প্রধান হফিজ সইদ, জইশ এ মহম্মদের আজহার মাসুদ ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। পাক সরকারের দেওয়া খবর অনুসারে দাউদ করাচির ক্লিফটনে হোয়াইট হাউস নামের বাড়িতে থাকে।
إرسال تعليق
Thank You for your important feedback