বিশ্বভারতীতে তাণ্ডবের পিছনে টাকার খেলা? তদন্তে নামল ইডি


বিশ্বভারতীতে গোলমালের ঘটনার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি। এই ঘটনায় দায়ের হওয়া তারা এফআইআরের বিস্তারিত তথ্য চেয়ে উপাচার্য, রাজ্য সরকার ও বীরভূমের পুলিশ সুপারকে চিঠি দিয়েছে। সব খতিয়ে দেখার পর মামলা দায়ের করবে তারা। মেলার মাঠে দেওয়াল ভাঙার ঘটনায় কোনওরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা জানতেই তাদের তদন্ত। সেদিন লোক জড়ো করার পিছনে টাকার খেলা আছে কিনা তাও দেখবে তারা। অন্যদিকে, পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে বুধবার সকালে কালি ছিটানো নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াকে সমর্থন করেছিলেন সুশোভনবাবু। এটা তারই জের বলে মনে করা হচ্ছে। পদ্মশ্রী পাওয়ার পর বোলপুরের সাধারণ মানুষ সুশোভনবাবুর এই আবক্ষ মূর্তিটি বসিয়েছিলেন। শান্তিনিকেতনে পাঁচিল নিয়ে গোলমালের পর কংগ্রেসের প্রাক্তন বিধায়ক জনপ্রিয় ডাক্তার সুশোভনবাবু বলেছিলেন, বিশ্বভারতী তাদের নিজের জায়গায় পাঁচিল দিচ্ছে। এতে কারও আপত্তি থাকতে পারে না। এর আগে ডাকবাংলো মাঠ জেলা পরিষদ ঘিরে দিয়েছিল। তখন তিনি বিরোধিতা করলেও কেউ এগিয়ে আসেনি। এদিনের ১২ ঘণ্টার রিলে অনশন বাতিল করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অনিবার্য কারণে এই রিলে অনশন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন জনসংযোগ আধিকারিক। পাশাপাশি অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের নিয়ে মঙ্গলবারের বৈঠকে জেলাশাসক মৌমিতা গোদারার ডাকা বুধবারের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকেই গোটা ঘটনার সিবিআই তদন্ত চেয়ে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم